গোপালগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জেলা পরিষদ সদস্য এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারন সম্পাদক এস এম হানিফের নেতৃত্বে এসোসিয়েশনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান।
নেতৃবৃন্দ পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় অন্যান্যের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি সনি আক্তার সূচী, শিরীন সুলতানা, যুগ্ম সম্পাদক সাহাবুদ্দিন হিটু, মেহেদী হাসান মিন্টু, পারভীন আক্তার , সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, অর্থ বিষয়ক সম্পাদক শেখ আবেদ, প্রচার সম্পাদক আক্তার হোসেন লাব, নজরুর ইসলাম মুন্নু, শেখ আল হেলালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সাধারন সম্পাদক এস এম হানিফ বলেন, সম্প্রতি সংগঠনটি নিবন্ধন পেয়েছে। এ ব্যপারে কৃতজ্ঞতা জানাতে তারা জাতির পিতার সমাধিতে এসেছেন।
এছাড়া, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেলা পরিষদের সদস্যরা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় একত্রে কাজ করবে।
Leave a Reply