Amar Praner Bangladesh

বাংলাদেশ মহিলা ফুটবল দল ও মালেশিয়া মহিলা ফুটবল দলের মধ্যে টুর্নামেন্টের প্রস্তুতি সভা 

 

 

আব্দুল খালেক সুমন :

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল এবং মালয়েশিয়া মহিলা জাতীয় ফুটবল দলের মধ্যকার দুইটি ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ উপলক্ষে গঠিত অর্গানাইজিং কমিটির এক সভা অদ্য ২৯-০৫-২০২২ তারিখ রবিবার বেলা ২.০০ ঘটিকায় মতিঝিলস্থ বাফুফে ভবনের ২য় তলার বোর্ড রুম/ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, উক্ত কমিটির চেয়ারপার্সন, ফিফা কাউন্সিল মেম্বার, এএফসি নির্বাহী সদস্য ও বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য ও জাতীয় মহিলা ফুটবল দল ম্যানেজমেন্ট কমিটির সদস্য নূরুল ইসলাম নূরু ও বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা।

সভায় ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনের বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়।