চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অদ্য ২০ ডিসেম্বর ২০১৭ইং, বিকালে এম.এ. আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ যুব গেমস্-২০১৮ এর চট্টগ্রাম জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম ও সিজেকেএস সহ সভাপতি মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সিজেকেএস সহ সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ যুব গেমস্-২০১৮ আয়োজক কর্তৃপক্ষ কর্তৃক চট্টগ্রাম জেলার পরামর্শক এবং পর্যবেক্ষক বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে: কমান্ডার এ কে সরকার (অব:), সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাশেম, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলর ডেরিক র্যান্ডলফ, এস.এম শহীদুল ইসলাম, মকসুদুর রহমান বুলবুল, শাহাদাত হোসেন, আকতারুজ্জামান, প্রবীন কুমার ঘোষ, মো: কামাল উদ্দিন, হারুন আল রশিদ, মাহমুদুর রহমান মাহবুব, কুতুব উদ্দিন চৌধুরী, এস কে শামসুল আলম প্রমূখ।
Leave a Reply