Amar Praner Bangladesh

বাগেরহাটে ঘর পেলেন আরো ৫০০ ভূমিহীন পরিবার

 

মেহেদি হাসান নয়ন, বাগেরহাট প্রতিনিধিঃ

 

মুজিব শতবর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় সারাদেশের ন্যায় এবার বাগেরহাট জেলায় আরো ৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হলো।

২১ জুলাই(বৃহস্পতিবার)গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রায়ন কেন্দ্রে যুক্ত হয়ে উপকার ভোগীদের সাথে কথা বলেছেন।

এ সময় জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বন ও উপ মন্ত্রী হাবিবুর নাহার, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক,বাগেরহাট-০৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন,পুলিশ সুপার আরিফুল ইসলাম সহ আরও অনেকে।