মেহেদী হাসান, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। দ্বিতীয় বারের মতো সারাদেশে একযোগে তার জন্মদিনকে শেখ রাসেল দিবস হিসেবে উদযাপন করা হল।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় বাগেরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্যরালী বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেস হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম প্রমুখ।
এ দিকে, জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, চিত্রাঅংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ ভূঁইয়া হেমায়েত উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড ফরিদ উদ্দিন, সরদার সেলিম আহম্মেদ, যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, মহিলা আওয়ামী লীগের সভাপতি সিতা রানী দেবনাথ, সাধারন সম্পাদক এ্যাড শরিফা হেমায়েত, শ্রমিক লীগের সাধারন সম্পাদক খান আবু বক্কর, স্বেচ্ছা সেবক লীগের যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের, যুব মহিলা লীগের সভাপতি এ্যাড লুনা সিদ্দিকী, ছাত্র লীগের সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক নাহিয়ান সুলতান ওশান প্রমুখ।
অন্যদিকে জেলা তাতী লীগের উদ্দোগে মঙ্গলবার জেলা তাতী লীগের উদ্দোগে মিলাদ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা তাতী লীগের সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, সাধারন সম্পাদক ইফতেখারুল ইসলাম রানা, সদর উপজেলা তাতী লীগের সভাপতি শেখ জাহিদুর রহমান, সাধারন সম্পাদক লিটন দাস লিটু, পৌর সভাপতি জাহাঙ্গীর হোসেন মিঠু, সাধারন সম্পাদক আরাফাত মীর, মাসুম হাওলাদার, সজীব শিকদার, শেখ মৃদুলপ্রমুখ।
Leave a Reply