বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট সদরের রাধাভল্লব গ্রামে গতকাল দুপুরে অসাবধান বসত ঘরে অঙ্গিকান্ডে সর্বস্ব্র ভুস্মিভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১টায় রাধাভল্লব গ্রামের শেখ আবুল কালাম এর রান্না ঘর থেকে হঠাৎ করেই আগুনের সুত্রপাত ঘটে। মুহুত্তের মধ্যে আগুন ছড়িয়ে পারে। প্রতিবেশীরা ছুটে আসার পুর্বেই বসত ঘর পুরে প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়। কালাম শেখ এর স্ত্রী ফিরোজা বেগম বলেন,আগুন লেঘে তারা সর্ব শান্ত হয়ে গেছে। বর্তমানে কালাম তার পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এব্যাপারে অসহার পরিবারটি তাদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহব্বান জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply