মল্লিক টিপু সুলতান, বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের বারইখালী গ্রামে ২০ টাকার জন্য মানিক মিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রাবেয়া আকতার (১২) আত্মহত্যা করেছে। সে বারইখালী ফকিরবাড়ি এলাকার সেলিম ফকিরের কন্যা।
জানা গেছে, শুক্রবার দুপুরে ফেরিওয়ালার কাছ থেকে প্রসাধনী সামগ্রী কেনার জন্য মায়ের কাছে ২০ টাকা চায়। মা টাকা না দেয়ায় দুই প্রতিবেশীর কাছেও ধর্ণা দিয়ে ২০ টাকা পায়নি। পরে আবারো মায়ে কাছে টাকার জন্য অনুনয় বিনয় করে না পেয়ে মনের দুঃখে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এসময় তার মা ঘরের বাইরে ছিল বলে জানায়। তিনি ঘরে এসে মেয়েকে ঘরের আড়ার সাথে ঝুঁলতে দেখে চিৎকার দেয়। মায়ের আত্মচিৎকারে প্রতিবেশিরা এসে রাবেয়াকে নামিয়ে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply