মেহেদী হাসান নয়ন, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে সদর ইউনিয়নের বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি, শাহাবাজ হোসেন ও সাবেক প্রধাণ শিক্ষক হামিজুদ্দীন ২০১১ সালে কৃষিশিক্ষা বিষয়ক শিক্ষক শিল্পী রাণী দত্তের(NTRCA)এর সনদ জাল জেনেও নিজিদের প্রভাব খাটিয়ে অন্যন যোগতা সম্পন্ন প্রার্থী থাকা সত্ত্বেও মোটা অঙ্কের ঘুষ নিয়ে নিয়োগ প্রদানের অভিযোগ উঠেছে।
জাল সনদের ব্যাপার টি গোপন রেখে ২০১৩ সালে এমপিও ভুক্ত হন যার ইনডেক্স নাম্বার -১০৬০১১৬,এমত অবস্থায় উর্দ্বধন কর্মকতার আদেশ আশায় শিল্পী রাণী দত্তের সনদ যাচ্ছায় করলে যানা যায় সেটি জাল।
২০১৩ সাল হতে অদ্রবধি জাল সনদের বিষয়টি গোপন রেখে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির ইন্দনে অসৎ উপায়ে ২০১৩ সালে নভেম্বরে তিনি এমপিও ভুক্ত হয়ে যান যার নিবন্ধন সনদ(NTRCA)এর রোল নং ১১৪১৩৩১৩ সাল ২০০৮ ব্যাচ নং ৪র্থ ছিল কিন্তু সে ২০১৩ সালে থেকে সরকারি বেতন ভাতা পেয়ে আসছেন।
বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি বাংলা বিষয়ক শিক্ষক সখিনা খাতুনের অভিযোগ সূএে জানা যায়,ম্যানেজিং কমিটির সভাপতি,শাহাবাজ হোসেনের হুমকি ধামকির কারণে শিক্ষককর্মচারী গণ মুখ খুলতে সাহস পায় না। তবে বিষয়টি বিভিন্ন মহলের কানাকানি ও জানাজানি হলে ❝সভাপতি❞ শিক্ষকদের বেতনের সিটে সাক্ষর করতে অস্বীকৃতি জানান ও শিক্ষক দের হুমকি হুমকি দিতেছেন এমত অবস্থা শিক্ষক সখিনা খাতুন বিভিন্ন দপ্তরে লিখিত দরখাস্ত পাঠিয়ে সুষ্ঠু বিচারের দাবি করছেন।
এ দিকে স্থায়ী জনসাধারণ সাংবাদিকদের জানান, ম্যানেজিং কমিটির সভাপতি,শাহবাজ হোসেন নিজের প্রভাব প্রতিপত্তি জোর খাটিয়ে এর আগেও বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শ্যামল কুমার পালের নিয়োগের জন্য সাত লক্ষাধিক টাকা ঘুষ ও বেতনের পার্সেন্ট টাকা নেয়ার কন্টাক করে তাকে নিয়োগ দেয়,এবং পূর্বের প্রধান শিক্ষক হামিজ উদ্দিনের সহযোগিতা চতুর্থ শ্রেণীর কর্মচারী সাত জনকে পঞ্চাশ লক্ষাধিক টাকা ঘুষ নিয়ে নিয়োগ দিয়েছিলেন, তাই সচেতন মহলের দাবি স্কুলের সুনাম সুখ্যাতি রাক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এর কথা ভেবে রাষ্ট্রীয় অর্থের ক্ষতির কথা বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
জাল সনদ ধারী শিক্ষক শিল্পী রাণী দত্ত সাংবাদিকদের জানান, আমার শিক্ষক নিবন্ধন সনদ জাল কি না সেটা জানা নেই।
জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান বলেন, আমরা অভিযোগ এর কপি পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply