Amar Praner Bangladesh

বাগেরহাটে স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন

বাগেরহাট অফিস :
শিক্ষা জাতীয় করন, ৫ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি, ননএমপিও শিক্ষক কর্মচারীদের এমপিও ভূক্তি, বৈশাখী ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবীতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে স্বাধীনতা শিক্ষক পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে ৫ দফা দাবী বাস্তবায়ন না করা হলে সারা দেশব্যাপি শিক্ষকবৃন্দ কঠোর আন্দোলন কর্মসূচী দিতে বাধ্য হবে জানান। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,স্বাধীনতা শিক্ষক পরিষদের বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্ত্তী,সদর উপজেলা সভাপতি খান রেজাউল ইসলাম,সাধারন সম্পাদক শহিদুজ্জামান,কাজী নওশেদ আলী, একরামুল কবির,আব্দুর রাজ্জাক,শেখ নজরুল ইসলাম,অধ্যাপক সুযাশ কান্তি মন্ডল,শীল গৌতম কুমার,মনিরুল ইসলাম,মোঃ আলাউদ্দিন প্রমুখ।