নজরুল ইসলাম, বাঞ্ছারামপুরঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আগামী ২২ মার্চ উদ্বোধন উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা আজ দুপুরে স্থানীয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।
২২ মার্চ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ১২৬টি ২ শতক জমিসহ ঘর হস্তান্তর করা হবে। এর আগে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ৬৪টি, দ্বিতীয় পর্যায়ে ৮৫টি, তৃতীয় পর্যায়ে দুই ধাপে ৩০৪টি হস্তান্তর হয়েছে এবং শেষধাপে ১২৬টি সহ মোট ৫৭৯টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ নির্মান বন্দোবস্ত ও কবুলীয়ত কার্যক্রম সম্পন্ন করে হস্তান্তর হয়েছে। আগামী ২২ মার্চ সারাদেশের ন্যায় বাঞ্ছারামপুর উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।
প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ আতিকুর রহমান, ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূইয়া বকুল, জলি আমির ও স্থানীয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার ওই ধারাবাহিকতায় সারাদেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্যে ঘর উদ্বোধন করবেন। এদিন বাঞ্ছারামপুর উপজেলায় নির্মিত ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply