বাঞ্ছারামপুর প্রতিনিধি :
“শিখবে শিশু হেসে খেলে, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের নিজকান্দি গ্রামের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “ইউনিক বিদ্যা নিকেতনের” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব দেলোয়ার হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক সনি আক্তার সুচি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ সুবীর, সিনিয়র শিক্ষক মোঃ মোসলেহ উদ্দিন, ফরদাবাদ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলম সরকার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মেম্বার, কাতার প্রবাসী মোঃ জামাল সরকার,পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার জাকির হোসেন, সমাজসেবক মির্জা মো: মনির বেগ, আল হেরা একাডেমির প্রিন্সিপাল মো: গিয়াস উদ্দিন, ক্যাপ্টেন এ.বি. তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবু, স্কুল শিক্ষিকা ফৌজিয়া হাসান। সার্বিক তত্বাবধানে ছিলেন ইউনিক বিদ্যানিকেতনের অধ্যক্ষ মাহমুদুল হাসান প্রিন্স।
ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমিনুল ইসলাম মুকুল। সার্বিক দিক নির্দেশনায় ছিলেল মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন রামচন্দ্রপুর কে. কে. আর কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডা: এম এম আর মাসুদ, তাসমিয়া হাসান প্রত্যাশা, মরিয়ম আক্তার প্রবাসী।
ইউনিক বিদ্যানিকেতনের অনুষ্ঠান মানেই খুবই চমৎকার চমৎকার আয়োজন। অত্র এলাকার মানুষ অপেক্ষা থাকেন কবে হবে এই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের আয়োজনে ছিল-যেমন খুশি তেমন সাজো, অভিভাবক (মহিলা) পাতিল ভাঙা, পুরুষ অতিথিদের রশি টানাটানি সহ আরো মজার মজার আয়োজন। উক্ত অনুষ্ঠান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ উপভোগ করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply