নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় জুয়েল চৌধুরী (২৩) নামের একজন পাঠাও যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক আহত হয়েছেন। ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়েছেন।
বুধবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যাত্রী মারা যান। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমান উল্লাহ বিষয়টি প্রাণের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে জুয়েল নামের ওই যুবক বসুন্ধরা থেকে একটি রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে করে রামপুরা যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে পাঠাওচালক আহত হন।
নিহত যুবক বসুন্ধরা এলাকার একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। তিনি কাজ শেষে রামপুরার বাসায় ফিরছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী।
এসআই আমান উল্লাহ আরও জানান, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে আটকের চেষ্টা চলছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply