ইমাম হাসান :
রাজধানীর বাড্ডা থানার কবরস্থান সড়কে অবস্থিত নবনির্বাচিত মহিলা কাউন্সিলর কামরুন্নাহার এর বাস ভবনে গত ২৫ মার্চ বেলা ১১ ঘটিকায় মিডিয়া জার্নালিষ্ট ক্লাব অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে গণহত্যা ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং এবং উপস্থিত সকলে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশ করেন ও বীর শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মানে উত্তরীয় প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতীর জনক শেখ মজিবুর রহমান ও সকল বীর শহীদদের সৃতি চারণ করে আমন্ত্রীত অথিতিবৃন্দ বক্তব্য প্রদান করেন। উক্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিবৃন্দের উপস্থিতিতে প্রধান বক্তা হিসেবে সংরক্ষিত মহিলা আসনের নব নির্বাচিত কাউন্সিলর কামরুন নাহার তার বক্তব্য বলেন এই দিনে পাকিস্তানের হানাদার বাহিনী ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক নিকৃষ্টতম বর্বরচিত হামলা চালায় এবং হাজার হাজার জ্ঞানী গুনী বুদ্ধিজীবি সহ নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করে। আজ সেই ভয়াল কাল রাত আমরা শ্রদ্ধার সংগে তাদের স্বরণ করি। যাদের মহান আত্ম ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি।
তিনি আরও বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান অনেক ত্যাগের বিনীময়ে আমাদেরকে দিয়েছে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের লাল সবুজের পতাকা আর তাঁর সুযোগ্য কন্যা দেশরত জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দিয়েছেন বিশ্ব দরবারে উন্নয়ন শীল আত্মমর্যাদার অধিকার। তাঁর বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব উন্নয়নের রোল মডেল। তার উন্নয়নের অগ্রযাত্রাকে আরো শক্তিশালী ও বেগবান করতে আমরা সকলে সর্বাত্তোক ভাবে তার পাশে আছি।
আগামী নতুন প্রজন্মকে মুক্তি যোদ্ধার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। যাতে তারা মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জেনে দেশ প্রেমিক হিসেবে গড়ে ওঠে। অবশেষে তিনি এলাকার সার্বিক উন্নয়ন অগ্রগতিতে সকলের সাবির্ক সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মইনুল ইসলাম বাদল চৌধুরী, প্রধান সম্পাদক, সমকন্ঠ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply