Amar Praner Bangladesh

বাবার সঙ্গে হানিপ্রীতের আরও চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরুমিত রাম রহিমের সঙ্গে তার পালিত কন্যা হানিপ্রীতের সম্পর্ক নিয়ে প্রায় নিত্য নতুন ঘটনা প্রকাশ্যে আসে। এবার তেমনই একটি ঘটনা ফাঁস করলেন হানিপ্রীতের সাবেক স্বামী বিশ্বাস গুপ্ত।

তিনি বলেছেন,”বাবার সঙ্গে একই বিছানায় ঘুমাতো হানিপ্রীত। ওদের শারীরিক সম্পর্ক ছিল। আমি ‘বাবা’র সঙ্গে হানিপ্রীতকে নগ্ন অবস্থায় দেখেছি। ”

ভারতীয় গণমাধ্যমের খবর, সংবাদ সম্মেলনে কথাগুলো যখন বলছিলেন, তখন বিশ্বাস গুপ্তের মধ্যে অজানা এক ভয় কাজ করছিল। আর সেটা মৃত্যেুর ভয়। তিনি বলেন, ‘‘এই যে আপনারা আমাকে দেখলেন, এর পরে আর দেখবেন কি না জানি না। ’’ তিনি বলেন, ‘‘গুরমিতের বিশাল ক্ষমতা। তা যতই লোকটা জেলে থাকুক না কেন। ’’

বিশ্বাস গুপ্ত জানান, দু’জনের অবৈধ সম্পর্কের অভিযোগ এনেই ২০১১ সালে বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করি। বিশ্বাসের অভিযোগ, এর পরেও তাঁর উপরে সর্বক্ষণ নজর রাখত গুরমিতের লোকেরা। শেষ পর্যন্ত পণের ‘ভুয়ো’ মামলায় জড়িয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল তাঁকে।