ইলিশ মাছকে কেন্দ্র করে সম্প্রতি নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘গল্পের ইলিশ’। নিয়াজ মাহবুবের পরিচালনায় এটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার।
এই টেলিফিল্মটি ভিন্ন গল্প আবহে তৈরি বলে পরিচালক জানান।
মূলত ইলিশ মাছ নিয়েই গল্প ভাবনা গড়ে উঠেছে। নদী তীরবর্তী মানুষের জীবন-জীবিকা এবং সমাজেরর ভিন্ন চরিত্র ও পেশার মানুষের জীবনের গল্প এতে তুলে ধরা হয়েছে। ইতিমধ্যে বরিশালের চর এলাকাসহ বিভিন্ন স্থানে টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়। তিনটি সিগমেন্টে নির্মিত এই টেলিছবিতে জেলে চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।
প্রধান ভূমিকায় আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তারিন, শর্মী মালা, পার্থ বড়ুয়া ও তানিয়া হোসাইন। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জেসন পলাশ বিশ্বাস, আবুল খায়ের সবুজ, আলাল, বৃষ্টি, বেলায়েত বাবলু, এডয়ুইন বিশ্বাস, সজল মাহমুদ, ফয়সাল আহমেদ কমরেড, শাকিল আহমেদ, মিতু প্রমুখ। এটি প্রযোজনা করেছেন জান্নাতুল টুম্পা। আসন্ন ঈদ-উল-আজহায় এনটিভিতে টেলিফিল্মটি প্রচারিত হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply