বামনা উপজেলা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের আলোকিত যুব সমাজের উদ্দ্যেগে নদীভাঙ্গন প্রতিরোধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ শনিবার ৩০/০৫/২০ ইং তারিখ বিকাল ৫ টার সময় বামনা উপজেলার রামনা পুরাতন লঞ্চঘাটের মূল সড়কের ওয়াবদার রাস্তাটি নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙ্গন প্রতিরোধে আলোকিত যুব সমাজের উদ্দ্যেগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময়ে রামনা আলোকিত যুব সমাজের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রামনা আলোকিত যুব সমাজের পক্ষে, এস এম ফোরকান মাহমুদ বলেন, রামনা ইউনিয়নের সকল মানুষ সব সময় আতংকে জীবন – যাপন করছেন। কোন রকম একটু বাতাস হলেই তারা মনে করে এই যেন আমাদের জীবনের শেষ সময়।
তিনি আরও বলেন, বিগত দিনে ঘটে যাওয়া বন্যা যেমন – সিডর, বুলবুল , আয়লা,এবং কিছুদিন আগে অতিবাহিত হয়েছে সুপার সাইক্লোন “আম্ফান” এর প্রভাবে ২০০ হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।
বর্তমানে রামনা থেকে ফুলঝুড়ি খেয়াঘাটে যাওয়ার মূল রাস্তাটি নদীভাঙ্গনে বিলীন হওয়ার পথে।
আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি বিনীত অনুরোধ করছি, যাতে আমাদের রামনা পূরাতন লঞ্চঘাটের মূল সড়কটি রক্ষার জন্যে সু দৃষ্টি কামনা করছি।
রমনা আলোকিত যুব সমাজের সদস্য,
শহিদুল ইসলাম মিন্টু বলেন আমাদের বাড়ি রামনাতে আমাদে বাড়ির পাশ দিয়ে বয়েগেছে বিষখালি নদী প্রতিনিয়ত বন্যায় আমরা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছি। আমাদের দেখার মতন কেউ নাই সরকারের কাছে আকুল আবেদন যাতে আমাদের এই নদীর ভাঙ্গনে খুব দ্রুত বেরিবাদের ব্যবস্থা করা হয়।
গাজি মহাম্মদ আলামিন বলেন, রামনা নদী ভাঙ্গন উপলক্ষে তিন চারবার ব্লক এর জন্য মানববন্ধন করা হয় কিন্ত এখন প্রজন্ত নেই কোন পত্রিকার আমাদের খুব দ্রুত ব্যবস্থা না করা হলে নদীগর্ভে বিলীন হয়ে জাবে রামনা বাসি।
রমনা আলোকিত যুব সমাজের সদস্য
ভুক্তভোগী শামীম আহসান বলেন আমার বাপ দাদার পত্রিক সম্পত্তি এখন কিছুই নেই আমরা এই নদীর
এক কিলোমিটার দূরে আমাদের বাসস্থান ছিল কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এখন অন্যত্র স্থানে বসবাস করি, প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যাতে রামনার নদীর বেরেবাদটি খুব দ্রুত করা হয়।
রমনা আলোকিত যুব সমাজের সদস্য,
বাইজিদ হোসেন জানান ফনী/ বুলবুল বন্যার সময় আমাদের এই বেরিবাদটি সম্পূর্ন নদীতে বিলীন হয়ে যাবার পরে তাৎক্ষণিক সাময়িক বেরিবাদ করা হয় গত আম্ফান বন্যয়া
আমাদের মূল মূল সড়কটি ভেঙ্গে যায় এমত অবস্থায় সরকারের ব্যবস্থা নেয়া একান্ত জরুরী।
রামনা আলোকিত যুব সমাজ গ্রুপটি একটি সামাজিক সংগঠন এই গ্রুপের এডমিন হৃদয় হালদার জানান,
এই সংগঠনের কাজ হলো অসহায়-দুস্থ এবং দুর্ভিক্ষ,মহমারি ও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সকল কাজকর্মে এই সদস্যরা অংশগ্রহণ করে থাকেন এবং বিগত দিনে কাজ করে আসছেন
আমাদের অনেক সদস্য দেশ এবং দেশের বাইরে থাকেন যে যেখানেই থাকে আমাদের সাথে সবার সাথে সবসময় যোগাযোগ হয়েথাকে।
বিগত (২) বছর, আগে রামনা আলকিত যুবসমাজ এই আইডি খোলা হয়, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply