মিজানুর রহমান সুমন, বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা সারওয়ারজান হাইস্কুল এন্ড কলেজের গভানিংবডি নির্বাচন গতকাল বুধবার সকাল ১০টায় শুরুহয়ে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহন চলে। ভোটগ্রহন শেষে ফলাফলে সাধারন সদস্য পদে মোঃ দেলোয়ার হোসেন জমাদ্দার ৩০৪ভোট,মোঃজলিল খান ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদন্দ্বি প্রর্থি ছিল চারজন। মহিলা সদস্য পদে রুমিখানম ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদন্দ্বি প্রার্থি ছিল ২জন। মোট ১০৭১জন ভোটারের মধ্যে ৬০৪ জন ভোট প্রদান করে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply