বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১টার সময় বালিয়াডাঙ্গী পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ সভার আয়োজন করেন। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশাররফ হোসেনের সভাপতিত্বে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফিরোজ জামান, মেডিকেল অফিসার ডাঃ রহমতুল্লাহ বক্তব্য রাখেন। এ সময় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী২৪ ডটকম এর বার্তা সম্পাদক আল মামুন জীবন সহ পরিবার পরিকল্পনার অধিদপ্তরের সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ বক্তারা প্রসূতি মায়েদেরকে সিজারের দিকে না ঝুঁকে নরমাল ডেলিভারী করার জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যে পরিবার কল্যাণ পরিদর্শিকাদের বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য রাখেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply