মমিনুল ইসলামঃ
মেলান্দহ উপজেলা বালুআটা এম.এ রশীদ উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উক্ত বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ডিজিটাল হাজিরার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী। সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অএ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব প্রফেসর মির্জা মোঃ ফজলে এলাহী, দাতা সদস্য ইঞ্জিনিয়ার মির্জা মোঃ তাহেরুল হক, অভিভাবক সদস্য মোঃ সাইফুল ইসলাম,মোঃ মাহফুজুর রহমান, ইউপি সদস্য মোঃ রমজান আলী।
এছাড়াও অত্র বিদ্যালয়ের, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে অনানুষ্ঠানিকভাবে ডিজিটাল হাজিরা নেওয়া হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply