বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ,শতকরা পাচঁ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি,পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিত করণ সহ ১১ দফা দাবি আদায়ে ১১ মার্চ বাসাইলে বিক্ষোভ সমাবেশ শেষে অনির্দিষ্ট কালের জন্য স্কুল কলেজে তালা ঝুলানোর ঘোষনা দেয় উপজেলা শিক্ষক -কর্মচারি সংগ্রাম কমিটি । উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মীরমনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশ বক্তব্য রাখেন অধ্যক্ষ ডক্টর হাবিবুর রহমান, শিক্ষক নেতা হায়দার আলী, জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাধাণে সম্পাদক ওসমান আলী। সমাবেশে শিক্ষক -কর্মচারি সংগ্রাম কমিটির সকল দাবির সঙ্গে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন উপজেলা জমিয়াতুল মোদারেছিনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
সমাবেশে বক্তারা অবিলম্ভে শিক্ষকদের সকল দাবি মেনে নিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবি করেন, অন্যথায় সকল শিক্ষা র্কাযক্রম থেকে বিরত থাকা সহ অনির্দিষ্ট কালের জন্য স্কুল কলেজে তালা ঝুলানো ঘোষনা দেয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply