নার্গিস আক্তার :
অঙ্গীকারনামা করিয়া ভাড়াটিয়া হইয়াও জাহাঙ্গীর আলম সরকার, পিতা- সেলিম সরকার, মাতা- মজিদা বেগম, সাং- জাপানের টেক থানা উত্তরখান ঢাকা। উত্তরখান থানাদিন মাস্টার পাড়া সোসাইটি মাস্টার পাড়া অথেন্টিক হাউজ ফ্ল্যাট ৬/এ বাসাটি ভাড়া নিয়া গত ০১/০৫/২৩ ইংরেজি অঙ্গিকারের কথা বলিয়া স্বাক্ষরিত ২৮/০২/২৩ ইংরেজি অঙ্গীকারনামা দিয়াও বাসাটি না ছাড়িয়া বাড়িওয়ালা জসিমকে সরকার দলীয় প্রভাব দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে ভাড়াটিয়া জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে।
এই মর্মে একটি নোটিশ বাসা ছাড়ার জন্য গত ০১/০১/২০২৩ ইংরেজি সোসাইটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ভাড়াটিয়া জাহাঙ্গীর আলম সরকারকে প্রেরণ করে বলে জানা যায়।
এ বিষয় নিয়ে ভুক্তভোগী বাড়ির মালিক জসিম দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে জানান, আমি আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছি, যে কোন সময় ভাড়াটিয়া জাহাঙ্গীর আলম সরকার আমার ক্ষতি করতে পারে।
এ বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীকেও জানিয়েছি আপনারা সাংবাদিক আপনাদেরকেও বলছি সে কেন আমার বাসাটি খালি করে দিচ্ছে না আমাকে দিনের পর দিন হয়রানি করছে তার কথার সাথে কাজের কোন মিল নেই। নিশ্চয়ই তার কোন খারাপ মতলব আছে। সে সরকার দলীয় প্রভাব দেখায় সবাইকে বলে বেড়ায় স্থানীয় কাউন্সিলর এমপি এবং অনেক নেতার সাথে নাকি তার গভীর সম্পর্ক আছে।
মাননীয় প্রধানমন্ত্রী তার দলের কোন নেতাকর্মীকে কোনদিন বলেন নাই তোমরা জোর করে অন্যের বাসা বাড়ি দখল করে রাখো এ ধরনের নেতাকর্মী থাকলে দলের বদনাম হবে কারণ মানুষ এদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে এমনটাই দাবি ভুক্তভোগী জসিমের। এলাকায় অনুসন্ধান করে জানা যায়, জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে জমিজমা দখলসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।
এ বিষয় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার সাথে আলাপ করলে তিনি বলেন, অন্যের বাসা বাড়ি অবৈধভাবে দখল করার কোন সুযোগ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের নেই। কেউ যদি দলের বদনাম করে বাংলাদেশ আওয়ামী লীগের নাম বিক্রি করে নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply