জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস থেকে করোনা সন্দেহে এক মৃত ব্যক্তির মরদেহসহ তার মাকে নামিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরে জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমি নামক স্থানে এই মরদেহ নামানো হয়। মৃত ব্যক্তি হলেন মিজানুর রহমান (৫০)। সে নওগাঁ জেলার ধামুরইরহাট উপজেলার জাহানপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে।
করোনা সন্দেহে খবর পেয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন।
মৃত ব্যক্তি হলেন, নওগাঁর ধামুরইরহাট উপজেলার উত্তর জাহানপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে মিজানুর রহমান (৪৫)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় লাশ পাহারা দেয়। পরে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় জানান, মৃত ব্যক্তি ঢাকায় একটি গার্মেন্টেসে কাজ করত। সে দীর্ঘদিন থেকে কিডনী ও মেরুদন্ডের রোগে ভুগছিলেন। গতকাল রাতে বাসে করে তার মা সোহাগী বেগম তাকে নিয়ে গ্রামের বাড়ি আসার সময় রাস্তায় তার মৃত্যু হয়। এসময় বাসের অন্য যাত্রীরা করোনা সন্দেহে মাসহ তার লাশ বাস থেকে নামিয়ে দেয়।
বম্বু ইউনিয়ন পরিষদের সচিব রেজুয়ান হোসেন জানান, মৃত ব্যক্তির পরিবারের লোকজন এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, গ্রামপুলিশ, স্বাস্থ্য বিভাগের কর্মী, পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় মৃত ব্যক্তির লাশটি নওগাঁর ধামুরইরহাট উপজেলার উত্তর জাহানপুর গ্রামের তার নিজ বাড়িতে দাফনের জন্য পাঠানো হয়েছে
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply