শাকিল আহমেদ, বরগুনাঃ
বাংলাদেশে মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলসহ বড় বড় প্রোজেক্টের উন্নয়ন দেখে একটি গোষ্ঠী বা দল সহ্য করতে পারছে না, তারা এখন ‘হায়রে কপাল মন্দ চোখ থাকতে অন্ধে’র মতো হয়ে গেছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে পাথরঘাটা কে.এম. পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এ কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সাবেক সাংসদ নাসিমা ফেরদৌসী, পুলিশের বরিশালের ডিআইজি এস.এম. আক্তারুজ্জামান, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার, পাথরঘাটা পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন, মোছাফফের হোসেন বাবুল, পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আ. রাজ্জাক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি নেসার আহমেদ পনু প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি সুলতানা নাদিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর দেশ উন্নয়নের মহাসড়কে আছে। স্বপ্ন দেখি ২০৪১ সালের মধ্য উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হব। উন্নয়নের বাধা মাদক, ভুমি দখলবাজ। শক্ত হাতে এদের দমন করতে হবে যা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতি জিরো টলারেন্সের ভূমিকায় রয়েছে বলেই দেশ আজ বিনিয়োগ বান্ধব।
বক্তব্যে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কারণে আমরা সকলের সহায়তায় সন্ত্রাস ও জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। পুলিশকে আরো অগ্রনী ভুমিকা পালনের অনুরোধ জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply