Amar Praner Bangladesh

বিএনপি নেতা অধ্যাপক মান্নানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

 

 

বশির আলম :

 

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত অধ্যাপক এমএ মান্নানের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে যুবদল গাজীপুর মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন।

মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ড. মো. সহিদুজ্জামান, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির রাজু, বাসন থানা বিএনপির আহ্বায়ক বসির আহমেদ বাচ্চু, সিটি কাউন্সিলর ও গাজীপুর মেট্রোপলিটন সদর থানা বিএনপির সদস্য সচিব হাসান আজমল ভুইয়া, গাজীপুর জেলা বিএনপি নেতা সাখায়াত হোসেন সবুজ, গাজীপুর মহানগর মহিলাদলের সভানেত্রী শিরিন চাকলাদার,সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিন, গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহিম কালা, বিএনপি নেতা ইদ্রিস আলী, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, সদস্য সচিব অ্যাড. রফিকুল ইসলাম, যুবদল নেতা আকবর হোসেন ফারুক, মজিবর রহমান রাজিব, জিল্লুর রহমান মাসুম, রফিকুল ইসলাম রিপন, নাজমুল খন্দকার সুমন, সাইফুল ইসলাম সবুজ, শ্রমিক দল নেতা মো. নজরুল ইসলাম, ছাত্রদল গাজীপুর মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা শেখ মো. সুমন, সাইফুল ইসলাম শাহীন, যুবদল নেতা কামরুল হাসান সবুর, রুহল আমিন মাসুম, নাজমুল হোসেন মণ্ডল, মোশারফ হেসেন ভুইয়া, বেলায়েত হোসেন প্রমুখ।