Amar Praner Bangladesh

বিএনপি সরকারের উন্নয়ন চোখে দেখা না : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

 

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

 

সরকারের তথ্য মন্ত্রণালয়ের তথ্য মন্ত্রী ডা. হাছান মাহমুদ এমপি বলেছেন, বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে বর্তমান সরকার করোনা ভাইরাস প্রতিরোধে ভুমিকা রয়েছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সারা বিশ্ব আমাদের ভুমিকা প্রশংসা কুড়িয়েছে।

করোনাকালীন সময়ে সারা পৃথিবী যেখানে অর্থনীতিতে হিমসিম খেয়েছে সেখানে বাংলাদেশের সুচক পাকিস্থানকে ছাড়িয়ে গেছে। বর্তমান সরকারের আমলে দেশ অর্থনৈতিক ভাবে অনেক উন্নয়ন করেছে। কিন্তু সে উন্নয়ন চোখে দেখে না। তারা রাস্তায় সা সা করে গাড়ি চালিয়ে এসে বলে দেশে উন্নয়ন হয়নি।

বিএনপির নৈতিবাচক কথার জন্য দেশে অনেক উন্নয়ন ব্যাহত হচ্ছে। তার নৈতিবাচক রাজনীতির কারণে সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্থ হচ্ছে। শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে আস্থা ফিড ইন্ডাস্ট্রিত কোম্পানির উদ্ধোধন করেন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া সহ আওয়ামীলীগ ও জাতীয়পার্টি নেতৃবৃন্দ।