Amar Praner Bangladesh

বিত্তিপাড়ায় আনসার ভিডিপির সদস্যদের মৌলিক প্রশিক্ষণ দিলেন ওসি

 

 

হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া আনসার ও ভিডিপি কার্যালয়ে ৩২ জন পরুষ ৩২ জন মেয়েকে আনসারের মৌলিক প্রশিক্ষন দেয়া হয়েছে। বুধবার এ প্রশিক্ষণ দেন ইবি থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ।

তিনি বিত্তিপাড়া আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে মানুষের বাস্তব জীবনের সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন,এই সমাজ থেকে অন্যায়,অত্যাচার দূর করতে হলে, সবার আগে আমাদের নিজেদের ভালো হতে হবে। ভালো কাজের মাধ্যমে অন্যজনকে ভালো পথে ফিরে আসার জন্য উপদেশ দিতে হবে।

তিনি বলেন, এখানে আপনারা যারা ১০ দিনের প্রশিক্ষন নিতে এসেছেন,অবশ্যই আপনারা এখান থেকে ভালো শিক্ষা নিয়ে যাবেন। অবশ্যই আমরা সকলে মিলে এই সমাজটাকে সুন্দর করবো,সমাজ থেকে বাল্য বিবাহ,মাদক,চুরি,ছিনতাই,অন্যায় এই গুলো দূর করতে হলে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন।