দায়হীন সোনারগাঁও পৌরসভার প্রকৌশলী তানভীর আহমেদ। রাস্তার মধ্যে খানে বিদ্যুতপর খু্ঁটি রেখেই রাস্তায় ঢালাই কাজ কেন করলেন ঠিকাদার।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পৌরসভার মেয়র ও কাউন্সিল না থাকার সুযোগে দায়িত্ব পালন অবহেলার দরুন এই অবস্থা বলে মনে করেন এলাকা বাসী। পৌরসভার ৫ নং ওয়ার্ডের ষোলপাড়ার কয়েকটি স্থানে এ দৃশ্য দেখা যায়।
২০২১ সনের বাজেটের পর এক বছরের চুক্তিতে নির্মাণ কাজ শেষ করার করা থাকলেও সময় মত রাস্তার উন্নয়ন কাজ সমাধানে ব্যর্থ ঠিকাদার ও পৌর প্রকৌশলীদের অবহেলার কারণে। ডিসেম্বর ২২ সালে শেষ হয়ে ২০২৩ পাঁচ মাস অতি বাহিত হলেও জন সাধারণের চলাচলের উপযুক্ত ঘরে তুলতে পারিনি ঠিকার। প্রায় পঁচিশ কোটি টাকা কাজ পৌরসভার ৯, ৮ নং ওয়ার্ডের কিঞ্চিতাংশ ও ৫ নং ওয়ার্ড ভট্রপুর বানীথাপুর ষোলপাড়া লাহাপাড়া গ্রাম পর্যন্ত দের বছর যাবত জন দুর্ভোগ চরমে বলে জানিয়েছেন এলাকাবাসী।
রাস্তার মাঝে বিদ্যুৎ পিলারের বিষয়ে ও রাস্তার চৌবাচ্চা ধস বিদ্যুতের আলো সড়কে নাই উপরে জানতে চাইলে পৌর সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, পরে কথা বলবেন। এতে বুঝা যায় যে প্রকৌশলী দের যথার্থ অবহেলার কারণে জনগণের দুর্ভোগ এবং গুঞ্জন রয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে প্রকৌশলী তানভীর আহমেদের আঁতাতের কথা।
জানা যায়, পৌর সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ নিজেও ঠিকাদার প্রতিষ্ঠানের অংশীদার।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply