এস এম রাজ্জাক পিন্টু, ঝালকাঠি :
ঝালকাঠি ডিবি পুলিশের অভিযানে এক হাজার বোতল(৩০ লিটার যার মূল্য-এক লক্ষ টাকা) নিষিদ্ধ এ্যালকোহল রেকটিফাইড স্পিরিট সহ হোমিও চিকিৎসক আফজাল মীর নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ২২ আগষ্ট রাত্র পৌনে ১১ টার সময় রাজাপুরের বাগড়ী বাজার এলাকা থেকে আটক করতে সক্ষম হন। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের আটককৃত রাজাপুর থানার পুখুরীজানা গ্রামের মৃত. মোসলেম মীরের ছেলে হোমিও চিকিৎসক মীর আফজাল (৪৭) কে ও জব্দকৃত রেকটিফাইড স্প্রিরিটসহ হাজির করে বলেন জেলা পুলিশ মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে এই অভিযান। অভিযানে ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান মিয়া, এসআই আমিনুল নেতৃত্ব দেয়। এ ব্যাপারে রাজাপুর থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। অপরদিকে ঝালকাঠি শহরে বাস্তÍুহারা এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় কৃষ্ণকাঠির জাহিদ হোসেনর স্ত্রী মাদক স¤্রাজ্ঞী সোনিয়াকে ১৭ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের একটি টিম এসআই শাহিন ও এসআই জাকির, সজল, জালাল ও মাহবুবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্ত্বিতে আটক করা হয়। এ সময় পশ্চিম ঝালকাঠির বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার(৪০), লঞ্চ ঘাট এলাকার আফাজ আলীর ছেলে খাদিমুল, পুর্ব চাঁদকাঠির ইউসুফ আলী হাওলাদারের ছেলে তালিমকেও আটক করা হয়। এ বিষয়ে ঝালকাঠি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply