কামরুল হাসান রনিঃ বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের (বিবিএফ) চেয়ারম্যান মাসুদ এ খানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ডেলিগেশন ব্যাংককে বাংলাদেশ সামিট ২০১৮ উপলক্ষে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত সাঈদা মুনার সঙ্গে সাক্ষাত।
বিবিএফ চেয়ারম্যান মাসুদ এ খানের থাইল্যান্ড এ বাংলাদেশ সামিট ২০১৮ উপলক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্রদূত এর সঙ্গে সাক্ষাত
বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) একটি বেসরকারি উন্নয়ন ও গবেষনা সংস্থা। বাংলাদেশের ভাবমুর্তি উন্নয়নে তথা বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করার প্রেক্ষাপটে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে থাকে।
বিবিএফ চেয়ারম্যান মাসুদ এ খানের বাংলাদেশ দূতাবাসে ভিজিটর বুক এ মন্তব্য ও স্বাক্ষর প্রদান করছেন।
বিশেষ করে প্রবাসী বাংলাদেশী সহ বিদেশী উদ্যোক্তাদের বাংলাদেশের সঙ্গে ব্যবসা বানিজ্য উৎসাহিত করার ও বাংলাদেশের একটি পজিটিভ ভাবমুর্তি তুলে ধরে বাংলাদেশের পর্যটন শিল্প ও সংস্কৃতি বহিঃবিশ্বে তুলে ধরাই বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) এর মূল কাজ।
ইতিমধ্যেই বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে রয়েছে, আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ভারত, থাইল্যান্ড, মালয়শিয়া, চীন, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা সহ বিভিন্ন দেশে বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) এর কার্যক্রম ছড়িয়ে পরেছে।
বিবিএফ চেয়ারম্যান মাসুদ এ খান বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত এর বাস ভবনে এক গুরুত্বপূর্ন সাক্ষাত এ মিলিত হন।
তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) এর পরিচালক ও আলী এয়ার ট্রাভেলস্ এর সত্বাধীকারী হোসেন মজুমদার ও আব্দুল মান্নান সহ আরো অনেকে।
থাইল্যান্ড এর রাষ্ট্রদূত এর বাস ভবনে ভিজিটর বই এ স্বাক্ষর প্রদান করছেন বিবিএফ চেয়ারম্যান মাসুদ এ খান।
Leave a Reply