মনির হোসেন (শিশির) :
রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মিজান মিয়া, মোঃ আবু কাউসার ও মোসাঃ রুমা বেগম।
পুলিশ জানায়, রবিবার (৩১ জুলাই ২০২২) বিকাল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানার রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
অফিসার ইনচার্জ বিমানবন্দর থানা বি এম. ফরমান আলী জানান, তিনজন মাদক কারবারি বিমানবন্দর থানার রেলস্টেশনের পূর্বপাশে রাজুর ঘরোয়া হোটেলের সামনে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে গোপন তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ মিজান, কাউসার ও রুমাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।