সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩ লাখ ৭৭ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩১ Time View

 

 

আন্তর্জাতিক ডেস্ক :

 

 

বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত প্রায় ৬৩ লাখ। গত কয়েকদিনের তুলনায় মৃত্যুহার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে মারাত্মক ছোঁয়াচে ভাইরাসটিতে ৩ হাজার ১৪ জন মৃত্যুবরণ করেন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, এ রিপোর্ট লেখা পর্যন্ত (২ জুন, মঙ্গলবার সকাল পৌন ৯টা) সারাবিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৬৬ হাজার ১৯৩ জন। এদের মধ্যে ৩ লাখ ৭৭ হাজার ৪৩৭ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ লাখ ০৩ হাজার ৫৯৮ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৬ হাজার ৯২৫ জন। আর দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ ১৮ লাখ ৫৯ হাজার ৩২৩ জন।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৪৫ জন। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৩৩২ জন।

আর আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৪০৫ জন। বিশ্বে মৃত্যুতে দেশটি চতুর্থ অবস্থানে আছে। এ পর্যন্ত মারা গেছে ৩০ হাজার ৪৬ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৪ লাখ ১৪ হাজার ৮৭৮ জন। যদিও রাশিয়ায় মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কম, ৪ হাজার ৮৫৫ জন।

করোনায় মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৩ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৯৭ জন। মৃত্যুতে পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছে ২৮ হাজার ৮৩৩ জন ও আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ২২০ জন।

ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২৭ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৭১৮ জন।

এছাড়া আক্রান্তের হিসেবে শীর্ষ সাতে উঠে এসেছে ভারত। দেশটিতে মোট ১ লাখ ৯৮ হাজার ৩৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ হাজার ৬০৮ জনের ও সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৭৫৪ জন। বর্তমানে যে ৯৭ হাজার ৮ জন চিকিৎসাধীন আছেন, তাদের মধ্যে গুরুতর অবস্থা ৮ হাজার ৯৪৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৫৩৪ জন এবং মোট মৃতের সংখ্যা ৬৭২ জন। এছাড়া মোট সুস্থ হওয়ার সংখ্যা ১০ হাজার ৫৯৭ জন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়