Amar Praner Bangladesh

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর সহধর্মিনীকে নিয়ে কটুক্তিতে কালিয়াকৈরে যুবকদের প্রতিবাদ মিছিল

 

 

দেওয়ান রুবেল :

বিশ্বনবী হযরত মোহাম্মদ সাঃ ও তাঁর সহধর্মিনীকে নিয়ে ভারতের নুপুর শর্মা ও নাবিল কুমার জিন্দালের কটুক্তি করায় সারা বিশ্বে চলছে একযুগে প্রতিবাদ।

প্রতিবাদী কন্ঠে পিছিয়ে নেই বাংলাদেশ ও গাজীপুর কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের চাবাগান এলাকাধীন সোনাতলা শ্রমজীবী সমবায় সমিতি স্থানীয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশাল প্রতিবাদী মিছিল।

এ সময় সোনাতলা শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব আলম জানান, যে পর্যন্ত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের নুপুর সারমা এবং নাবিল কুমার যে কটুক্তি করেছে তাদের ফাঁসির রায় না  দেওয়া পর্যন্ত আমাদের এ প্রতিবাদ মিছিল চলতেই থাকবে।