হাসান বশির, সুনামগঞ্জ হাওরাঞ্চল প্রতিনিধি:
বেসরকারি সংস্থা আশা, বিশ্বম্ভরপুর ব্রাঞ্চ এর উদ্যোগে গত (২২ আগস্ট) সোমবার বন্যা দুর্গতদের জন্য দিন ব্যপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আশা’ বাদাঘাট স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় বন্যা দুর্গতদের মধ্যে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দেয়া হয়।
মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, তিনি আশা’র ইতিবাচক কর্মকান্ডে প্রশংসা করেন। উদ্বোধন পূর্বে বক্তব্য দেন আশা সুনামগঞ্জ’র সিনিয়র জেলা ব্যবস্থাপক সমীরন চন্দ্র রায়, রিজিওনাল ম্যানেজার আব্দুল মান্নান, সাংবাদিক স্বপন কুমার বর্মন, সাংবাদিক হাসান বশির, ডাঃ সৈয়দ মিফতাউর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার কৌশিক রঞ্জন তালুকদার প্রমুখ।
আশা এর উদ্যোগে এ ব্র্যাঞ্চ এলাকার ২৫০জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। আশা’র জেলা ব্যবস্থাপক জানান “আশা” বিশেষায়িত ঋণ কার্যক্রমের আয় থেকে বিনা মূল্যে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, ফিজিওথেরাপী ক্যাম্প, ভার্মিকম্পোস্ট, লিডারশীপ ট্রেনিং সহ বিবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদেশী সহায়তা ছাড়াই “আশা” র সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply