হাসান বশির, বিশ্বম্ভরপুর প্রতিনিধি:
বিশ্বম্ভরপুরে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি সদস্যগনের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ-জাপান ইন্টার ন্যাশনাল কোঅপারশেন এজেন্সী (জাইকা)’র সহায়তায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ ৪দিন ব্যপী এ প্রশিক্ষণ এর আয়োজন করে। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়, উপজেলা গণমিলনায়তনে গত (২১ আগস্ট) সোমবার থেকে এ প্রশিক্ষণ শুরু করেছে। প্রশিক্ষণ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা, উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, প্রশিক্ষণ কো-অর্ডিনেটর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আশেরুল ইসলাম-উপজেলা উন্নয়ন ও পরিচালন প্রকল্প, একাডেমী সুপারভাইজার জোৎছনা বেগম প্রমুখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply