বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু-১০৮, আক্রান্ত ৪৫৩৫৩ জন
বেলায়েত হোসেন
-
Update Time :
বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
-
১৩
Time View
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০৮ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৭৬ হাজার ২০২ জনে। এই সময়ে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৩৫৩ জন। ফলে মোট রোগীর বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৫২৫ জনে।
বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ে দেশটিতে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ১৪৭ জন এবং মারা গেছেন ১১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ১০৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬৩৪ জনের।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৫৩ জন এবং মারা গেছেন ১৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ৫ হাজার ৬৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৩১ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply