আন্তর্জাতিক ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে পৃথিবী যেন আজ মৃত্যুপুরী। প্রতিদিনই এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ৯ মে, শনিবার সকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৮৯৮ জন ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ৩৮ হাজার ৮০ জন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯ লাখ ৩৮ হাজার ৮০ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮৯৮ জনের। আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ২২ হাজার ৫২ জন।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক হাজার ৬৮৭ জনের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ হাজার ৬১৫ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ২১ হাজার ৭৮৫ জন।
এদিকে মৃতের সংখ্যায় ইতালিকেও ছাড়িয়ে গেছে যুক্তরাজ্যে। দেশটিতে করোনায় এ পর্যন্ত ৩১ হাজার ২৪১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৩৬৪ জনে। আর ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ২০১ জনে। আর সংক্রমিত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ১৮৫ জন।
এদিকে ইউরোপের আরেক দেশ স্পেনে মৃতের সংখ্যা ২৬ হাজার ২৯৯ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত ২ লাখ ৬০ হাজার ১১৭ জন। এছাড়াও ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ২৩০ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৭৬ হাজার ৭৯ জন।
জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৫৮৮ জন, মারা গেছেন ৭ হাজার ৫১০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭০০ জন।
মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৬৯১ জন, মারা গেছেন ৬ হাজার ৫৪১ জন এবং সুস্থ হয়েছেন ৮৩ হাজার ৮৩৭ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৬৯ জন, মারা গেছেন ৩ হাজার ৬৮৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৩৯৬ জন।
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৮৫৯ জন, মারা গেছেন ১ হাজার ৭২৩ জন এবং সুস্থ হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৮৯৪ জন, মারা গেছেন ১০ হাজার ১৭ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ হাজার ২৯৭ জন।
ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৯৭৬ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৯৯৩ জন।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৩৪ জন। এদের মধ্যে ২০৬ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১০১ জন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply