রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রয়োজনে ডিবি পুলিশকে সহযোগিতা করবো: হিরো আলম আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মারা গেছেন ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, সহযাত্রীর নাম বাধ্যতামূলক কুষ্টিয়ায় সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী’র সাংবাদিক সম্মেলন তুরাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ওমরাহ পালনকালে কাবার সামনে স্ত্রীর মৃত্যু, মক্কাতেই দাফন টঙ্গীতে নির্বাচনী প্রচারে না যাওয়ায় ব্যবসায়ীর দোকানে হামলা কাউন্সিলর প্রার্থীর জলঢাকায় জলমহাল ইজারায় যোগ্য সমিতির স্থলে ভায়া সমিতিকে ইজারা প্রদানের অভিযোগ মতিউর রহমান ও শামসুজ্জামানের বিরুদ্ধে মামলায় ৪১ নাগরিকের প্রতিবাদ পুলিশের ধাওয়া খেয়ে টিনের চালে চোর, নামালো ফায়ার সার্ভিস

বিশ্বে প্রতি ৪ সেকেন্ডে ১ জন ক্ষুধায় মারা যাচ্ছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭ Time View

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ

 

বিশ্বে প্রতি চার সেকেন্ডে একজন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে। মঙ্গলবার দুই শতাধিক বেসরকারি সংস্থা (এনজিও) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

সংস্থাগুলো, ‘সর্পিল বৈশ্বিক ক্ষুধা সংকটের অবসানের’ জন্য নিষ্পত্তিমূলক আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘৭৫টি দেশের সংস্থাগুলো আকাশচুম্বী ক্ষুধার মাত্রায় ক্ষোভ প্রকাশ করে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছে এবং এ ব্যাপারে পদক্ষেপের জন্য সুপারিশ করেছে। বিশ্বে ৩৪ কোটি ৫০ লাখ মানুষ এখন তীব্র ক্ষুধার্ত, এই সংখ্যা ২০১৯ সালের পর দ্বিগুণ হয়েছে। একবিংশ শতাব্দিতে আর কখনো দুর্ভিক্ষ হতে দেওয়া হবে না বলে বিশ্ব নেতাদের প্রতিশ্রুতি সত্ত্বেও, সোমালিয়ায় দুর্ভিক্ষ আরও একবার আসন্ন। বিশ্বজুড়ে, ৪৫টি দেশে পাঁচ কোটি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।’

এনজিওগুলো জানিয়েছে, প্রতিদিন ১৯ হাজার ৭০০ জন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে বলে অনুমান করা হয়েছে। সেই হিসেবে প্রতি চার সেকেন্ডে একজন ক্ষুধায় মারা যাচ্ছে।

চিঠিতে স্বাক্ষরকারী ইয়েমেন ফ্যামিলি কেয়ার অ্যাসোসিয়েশনের মোহান্না আহমেদ আলী এলজাবালি বিবৃতিতে বলেছেন, এটি অত্যন্ত খারাপ যে, কৃষি ও ফসল কাটার সব প্রযুক্তির সাথে আজ আমরা ২১ শতকের দুর্ভিক্ষের কথা বলছি। এটি একটি দেশ বা একটি মহাদেশের কথা নয় এবং ক্ষুধার কখনোই একটি কারণ থাকে না। এটি সমগ্র মানবতার অবিচার সম্পর্কে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়