শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন

বিশ্বে ৬৮ লাখ ৩২ হাজার প্রাণ নিল করোনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৩১ Time View

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে প্রাণঘাতী ভাইরাসে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আড়াই শতাধিক মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে ৪১ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন।

এ দিকে গত এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল রাশিয়ায়। অপর দিকে প্রাণহানির তালিকায় এরই মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে রোমানিয়ার নাম। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৪১ লাখের ঘর ছাড়িয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যা ৬৮ লাখ ৩২ হাজারে পৌঁছে গেছে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১১টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৫৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা পৌনে দুইশ বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৮ লাখ ৩২ হাজার ৫৩৮ জনে পৌঁছেছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৪৬৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা তিন হাজার বেড়েছে। এতে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৮ কোটি ৪১ লাখ ২০ হাজার ৯৯২ জনে দাঁড়িয়েছে।

এ দিকে শেষ ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা দেখেছে রাশিয়ার জনগণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন সাত হাজার ৮৩৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। এছাড়া মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৯৬২ জনে পৌঁছেছে। এছাড়া মৃত্যু হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৩৪৬ জনের।

অন্য দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় শীর্ষে উঠে এসেছে রোমানিয়ার নাম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৯ জন। আর নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯০৪ জন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন চার হাজার ৩৪৯ জন এবং মারা গেছেন সাতজন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৬১ জন এবং মারা গেছেন ১০ জন। করোনার থাবায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৩৪৮ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১১ লাখ ৫৫ হাজার ৩৫৬ জন মারা গেছেন। একই সময়ে মেক্সিকোতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তিন হাজার ৩২ জন এবং মারা গেছেন ১০ জন।

পূর্ব এশিয়ার দেশ জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তিন হাজার ২১৫ জন এবং মারা গেছেন ১৪ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত তিন কোটি ৩৪ লাখ ৭২ হাজার ৩৬৪ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৭৩ হাজার ৯৬৭ জন মারা গেছেন। একই সময়ে ক্রোয়েশিয়ায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩৭৮ জন এবং মারা গেছেন ২৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়