অনলাইন ডেস্ক:
ঝুঁকি নিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে বিশ্বজুড়ে ৯০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
চিকিৎসদের সুরক্ষা সরঞ্জামের ঘাটতির খবরের মধ্যেই বুধবার (৬ মে) আন্তর্জাতিক নার্সেস কাউন্সিল (আইসিএন) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে গোটা বিশ্বে ২৬০ জন নার্স মারা গেছেন। স্বাস্থ্যকর্মী ও রোগীদের মধ্য ভাইরাসের বিস্তার রোধে সঠিক হিসাব রাখতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।
জেনেভাভিত্তিক আইসিএন গেল এপ্রিল মাসে জানিয়েছিল, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা মহামারিতে বিশ্বে ১০০ নার্স আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হাওয়ার্ড ক্যাটন বলেছেন, ‘স্বাস্থ্যকর্মীদের করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ হাজার থেকে বেড়ে ৯০ হাজার ছাড়িয়েছে। কিন্তু বিশ্বের সব থেকে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করতে না পারায় সঠিক সংখ্যাটি বলা সম্ভব হচ্ছে না।’
১৩০ দেশের ২ কোটিরও বেশি নার্স সংস্থাটির নিবন্ধিত সদস্য। করোনা প্রাদুর্ভাব শুরুর পর বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বেশ সোচ্চার এই সংগঠন। কেননা বিশ্বের অধিকাংশ দেশের স্বাস্থ্যকর্মী ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) সংকটে।
বিশ্বজুড়ে এখন পর্যন্ত সাড়ে ৩৭ লাখেরও বেশি মানুষে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আন্তর্জাতিক নার্সেস কাউন্সিল বলছে, সমস্যা এটাই যে, সরকার পরিকল্পিতভাবে এই সংখ্যা সংগ্রহ করছে না। তারা চোখ বন্ধ করে রাখছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। এতে আরও প্রাণহানি বাড়তে পারে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply