পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে দোকানে বিস্কুট কিনতে গিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দোকানদারের বিরুদ্ধে। এ ব্যাপারে ওই তরুণীর বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে দুমকি থানায় একটি ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত (১২ এপ্রিল) মঙ্গলবার উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা বারেক সরদারের ছেলে আবুবক্কার সরদার এর দোকানে বিস্কুট কিনতে যায় ওই কিশোরী। এ সময় নানা রকম লোভ লালসা দেখিয়ে ওই কিশোরীকে দোকানের পাশের বসতঘরে নিয়ে ধর্ষণ করে সে। এ সময় পথচারীরা ধস্তাধস্তির শব্দ পেয়ে ধর্ষণের শিকার কিশোরী ও ধর্ষক আবুবক্কারকে হাতেনাতে আটক করে ৯৯৯ ফোন দেয়।
এ সময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে দেরি হলে ধর্ষক আবুবক্কার কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করে বুধবার সকালে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়।
দুমকি থানার ওসি আ. সালাম জানান, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা করে ঐ কিশোরী বাবা। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।