Amar Praner Bangladesh

বৃক্ষ পরিবেশের ভারসাম্যরক্ষা করে এবং দেশীয় ফল শিশুদের মেধা বিকাশ ঘটাতে সাহায্য করে

 

 

মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর :

 

দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্যরক্ষা করে এবং দেশীয় ফল শিশুদের মেধা বিকাশ ঘটাতে সাহায্য করে। ফল শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করে। তাই শিশুদের প্রতিদিন দেশীয় ফল খাওয়াতে হবে।

তাহলে আজকের শিশু ভবিষ্যতে জাতীর কর্নধার হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে। ১৫ সেপ্টেম্বর বুধবার দিনাজপুর বড় ময়দানে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সুবিধা বঞ্চিত শিশু ও পরিবারে মাঝে বিনামূল্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর এপি ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গোমেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মতুর্জা আল মুঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডিরেক্টর, জোন-১ জেনী মিলড্রেড জি-ক্রুজ।

এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা, যোহন মুর্মু, চ্যাইল্ড প্রডাকশন অফিসার টনি উইলসন কস্তা, জুনিয়র প্রোগ্রাম অফিসার সারা মিতা, লাভলিহুড টেকনিক্যাল স্পেশালিস্ট কাজল দে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস। সভাপতির বক্তব্যে দিনাজপুর এপি ম্যানেজার অরবিন্দ সেলভেস্টার গমেজ বলেন, আমরা মোট ২৮৬৩ শিশু ও পরিবারের মাঝে পর্যায়েক্রমে ৮৫৮৯ টি ফলজ গাছের চারা প্রতিজনকে তিনটি করে যেমন আম্রপালি আম, পেয়ারা ও লেবু বৃক্ষের চারা বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে।