Amar Praner Bangladesh

বেগমগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে এমপির ত্রাণ বিতরণ

মোস্তফা মহসিন,(নোয়াখালী) : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ ও নগদ টাকা বিতরণ করেছেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ)আসনের সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ কিরণ। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বন্যা কবলিত গ্রামগুলোর অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী চাল, আটা এবং শুকনো খাবার বিতরণ করেন। একই সাথে সংসদ সদস্য বন্যার কারণে অসুস্থ ও ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকাও বিতরণ করেন। এ সময় বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক নুর হোসেন মাসুদ, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহির, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর আলো সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে টানা বর্ষন, পাশ্ববর্তী ফেনী জেলার মাতামুহুরী নদী থেকে পানির চাপ বৃদ্ধি পাওয়ায়  ও জোয়ারের পানিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি দেখা দিয়েছে। বেগমগঞ্জের লাখ লাখ লোক পানিবন্দি অবস্থায় বর্তমানে মানবেতর জীবন-যাপন করছে।