গাজী মামুন:
বরগুনার বেতাগীতে খাল খননে বিস্তার অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ৪/৫ হাত পানির মধ্যে খাল খনন শুরু করে ঠিকাদার । এছাড়াও বিভিন্ন অনিয়মের অভিযোগে বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড খাল খনন স্থগিত করা হয়।
জানা গেছে, বরগুনার পানি উন্নয়ন বোর্ড বেতাগী বিবিচিনি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সরদারপাড়া সুইজগেট থেকে দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ১.৮ কি. মি খাল খননের নিমিত্ত ৬৬ লাখ ৫৫ হাজার টাকার দরপত্র আহ্বান করেন। ওই কাজের দায়িত্ব পান বরগুনার প্রথম শ্রেণির ঠিকাদার মো. হুমায়ুন কবির। ঠিকাদারের দায়িত্বপ্রাপ্ত সহকারী সালাম শরীফ গত ১ মে ২০২০ খ্রিঃ তারিখ থেকে ৪ থেকে ৫ হাত পানির মধ্যে খনন কাজ শুরু করেন।
পত্রিকায় নাম না প্রকাশের শর্তে এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ঠিকাদার গভীর পানির খাল খনন কাজ করছেন এবং খনন কাজে দরপত্রে বর্ণিত সিডিউল অনুসারে গভীরতা ও প্রশ্বস্ত করা হচ্ছে না। অনিয়মের বিষয়ে মো. সালাম শরীফ বলেন,‘ খনন কাজে অনিয়ম হয়নি বরং আমি মূল ঠিকাদার হুমায়ুন কবিরের নির্দেশ অনুসারে কাজ করি।’ বিবিচিনি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. নওয়াব হোসেন নয়ন বলেন,‘ খাল খননের অনিয়মের অভিযোগে খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঠিকাদরকে বলে দিয়েছি সিডিউল অনুসারে কাজ করতে।
অনিয়মের বিষয় এলাকার সচেতন মহল গত ৩ মে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর ৩ মে পাউবো’র সহকারী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন সরেজমিনে পরিদর্শনে এসে খনন কাজ বন্ধ করে দেয়। পাউবো’র সহকারী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন বলেন,‘ অনিয়মের অভিযোগে খাল খনন কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে খালের পানি সেচ কাজ চলছে এবং সেচের পরে খাল খননের দরপত্রের প্রাক্কলন অনুযায়ী কাজ করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply