মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর :
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম বলেছেন, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা করে আসছে।
যুবকদের কর্মক্ষম করে গড়ে তুলতে জেএসকেএস সংস্থা এ অঞ্চলে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করার ফলে উপকারভোগীরা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে তরুন, প্রতিবন্ধী, আদিবাসী জনগোষ্ঠীকে দক্ষ করে স্বনির্ভর করতে যথেষ্ট ভূমিকা রাখছে।
১৯ নভেম্বর দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের ঝানজিরা হাটে’র জেএসকেএস’র প্রশিক্ষন কেন্দ্রে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস)’র বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)’র সহযোগিতায় ইয়থ প্রকল্পের আওতায় কোভিড-১৯ মহামারীর কারণে ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে জরুরী অর্থ সহায়ত কার্যক্রমে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মর্জিনা বেগম রুপা। সভাপতির বক্তব্যে জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল বলেন, বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ ৪শ জন মানুষকে আমরা ইতিপূর্বে খাদ্য সহায়তা প্রদান করে আসছি।
এছাড়া করোনা প্রতিরোধে ৫ হাজার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছি। বর্তমানে ৩শ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পর্যায়ক্রমে আড়াই হাজার টাকা করে প্রতি জনকে ৩ মাসে মোট সাড়ে ৭ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করছি। তারই অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্থার হিসাব রক্ষক দেব দুলাল সরকার ও প্রকল্প কর্মকর্তা জ্যোতি শংকর অধিকারী। প্রান্তিক উপকারভোগীদের পক্ষে অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন যুব ফোরামের সভানেত্রী জন্তি হেম্ব্রম ও সদস্য রজনি কান্ত বাস্কে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply