Amar Praner Bangladesh

বোচাগঞ্জে গুড নেইবারস এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বেসরকারী প্রতিষ্ঠান গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে বোচাগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে গত ১২ আগষ্ট রবিবার সকাল সাড়ে ১১ টায় গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির উদ্যোগে ২নং ইশানিয়া ইউনিয়নের কার্যালয় হতে শতাধিক যুবক-যুবতীর অংশগ্রহনে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বৈরাগী বাজার প্রদক্ষিন শেষে বকুলতলা আইডিয়াল একাডেমী স্কুল হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক রতন বালার সভাপতিত্বে ও সুরক্ষা বিষয়ক কর্মকর্তা শলোমন বৈরাগীন সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সামসুল আলম। এসময় এস,এস অফিসার জাকির হোসেন ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কর্ম দক্ষতার ভিত্তিতে ১০ জন যুবক- যুবতীর মাঝে পুরস্কার তুলে দেন অরুষ্ঠানের অতিথি বৃন্দ।