‘অবসাদের’ কারণে বোস্টন সফর বাতিল করলেন দালাই লামা। তিব্বতের আধাত্মিক গুরু দালাই লামার মঙ্গলবারই বোস্টন সফরে যাওয়ার কথা ছিল।
কিন্তু ‘মানসিক অবসাদের’ কারণে তিনি সেই সফর বাতিল করে দিলেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে চিঠির মাধ্যমে তিনি যেতে না পারায় ‘গভীর অনুতাপ’ জানান দালাই লামা। এদিকে চীন সরকার আগেই বস্টনকে দালাই লামার সফর নিয়ে সতর্ক করেছিল। এমনীতেই চীন সরকার বিভিন্ন দেশ সফরে যাতে দালাই লামা যেতে না পারেন তার জন্য চাপ সৃষ্টি করতে থাকে।
সফর বাতিক প্রসঙ্গে দালাই লামা বলেন, ‘আমি বোস্টন সরকার ও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে চাই কারণ চীনের অপ্রতিরোধ্য চাপকে অগ্রাহ্য করে তাদের দেশে আমায় স্বাগত জানিয়েছেন তাঁরা। ’
দালাই লামা আরও জানান, তিনি বেশ কিছুদিন ধরে বিভিন্ন কাজের মধ্য দিয়ে ক্লান্তি অনুভব করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, পরপর সফর করার জন্যই এই ক্লান্তি ও অবসাদ। তাই কিছুদিন লম্বা সফর বাতিল করে বিশ্রাম নিতে বলা হয়েছে দালাই লামাকে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply