গত ১৬/০৯/২০১৭ তারিখ রোজ শনিবার সোনারতরী এডুকেশন অ্যান্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর আয়োজনে কারফা পাবলিক একাডেমী, উজিরপুর, বরিশাল এর লাইব্রেরি কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আসন্ন দূর্গা পৃজা উপলক্ষ্যে ব্যক্তিগত তহবিল হতে ভীষ্মদেব বাড়ৈ ( ব্যবস্থাপক, কর্মসংস্থান ব্যাংক, যশোর শাখা) এবং চন্দনা বিশ্বাস (প্রধান শিক্ষক, বিলগাব বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়) দম্পতি পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের দশ জন হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পূজার পোষাক বিতরণ করেন। পোষাক প্রাপ্ত শিক্ষার্থীরা হলোঃ বৃষ্টি বিশ্বাস এবং কথা রায়- কারফা সরকারী প্রাথমিক বিদ্যালয়; অয়ন হালদার এবং বৈশাখী মজুমদার- পীরেরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়; স্বর্না হালদার এবং নীরব হালদার- মাদ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়; মেঘলা হালদার এবং টুম্পা বাড়ৈ- বিলগাব বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়; স্নিগ্ধা হালদার এবং মিঠূ মজুমদার- কারফা ০২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন কারফা পাবলিক একাডেমীর সম্মানিত প্রধান শিক্ষক বাবু সুশীল কুমার ওঝা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জনাব মোঃ জামাল হুজুর, বাবু ভীষ্মদেব বিশ্বাস, বাবু শংকর বিশ্বাস লিটু, বাবু প্রনয় বিশ্বাস, বাবু সুনীল বিশ্বাস, বাবু প্রতাপ বিশ্বাস, শ্রীমতি হিরণ্ময়ী বিশ্বাস এবং কবি লিটু। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন সোনারতরী সুযোগ্য সাংগঠনিক সম্পাদক বাবু বিজয় কৃষ্ণ বিক্রম। সভা শেষে, সোনারতরীর রূপকার বাবু ভীষ্মদেব বাড়ৈ; সভাপতি বাবু সদানন্দ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক বাবু সঞ্জিত মন্ডল সোনারতরীর জন্য সকলের অাশীর্বাদ কামনা করেন। উল্লেখ্য, ‘সোনারতরী’ শিক্ষা এবং আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। শুভ উদ্যোগের জয় হোক এগিয়ে যাক সোনারতরী। সোনারতরীর পক্ষ থেকে বাবু ভীষ্মদেব বাড়ৈ ও শ্রীমতি চন্দনা বিশ্বাস দম্পতিকে সোনারতরীর সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply