বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ব্যানার-পোষ্টারে ছেয়ে গেছে বাগেরহাট শহর, সবার দৃষ্টি সম্পাদক পদে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৯ Time View

 

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে দীর্ঘ ১৬ বছর পর (বুধবার, ২৫ জানুয়ারী) অনুষ্ঠিত হচ্ছে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। দুপুর আড়াইটায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়ামে সম্মেলনের মধ্য দিয়ে বিগত ৬ বছর ধরে চলা বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক থেকে পূর্নাঙ্গ কমিটি গঠিত হবে। সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছে আয়োজকরা।বাগেরহাটে যুবলীগের সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে ক্ষমতাসীন দলের যুব সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।পদপ্রত্যাশীদের বর্ণিল প্রচার-প্রচারণা, ব্যানার,পোষ্টার,প্যানা ও বিলবোর্ডে ছেয়ে গেছে বাগেরহাট শহরের প্রায় সড়ক ও সম্মেলন স্থল।জেলা যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদ পেতে ইতিমধ্যেই ৯ জন কেন্দ্রীয় কমিটির কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।কেউ কেউ পদ পেতে ছুটছেন নেতাদের দ্বারে দ্বারে।

এর আগে সোমবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন যুবলীগের নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত পাল বলেন,বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলনে সভাপতি ও সাধারন সম্পাদক পদ পেতে ৯ জন কেন্দ্রীয় কমিটির কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।এরা হচ্ছেন,যুবলীগ নেতা সরদার নাসির উদ্দিন, মো: শাহনেওয়াজ মোল্লা দোলন,মোঃ ফারুক তালুকদার,মীর জায়েসী আশরাফি জেমস,শেখ হুমাউন কবির পলিন,লিটন কুমার সরকার, শেখ সেলিম রেজা,মো: রাইসুল ইসলাম কৌশিক ও সরদার আব্দুল কাদের।তিনি আরও বলেন, এটি চুড়ান্ত নয়,সম্মেলনে দ্বিতীয়ার্ধে কাউন্সিল অধিবেশনে সভাপতি,সাধারন সম্পাদকসহ অন্যান্য পদে প্রার্থী হবার সুযোগ রয়েছে।সম্মেলনে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হবে।পরে এক মাসের মধ্যে ১০১ সদস্যের পূর্নাঙ্গ জেলা কমিটি গঠিত হবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে জেলা যুবলীগ ও জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বলেন,বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি পদ এক প্রকার চুরান্ত।জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন হচ্ছেন সভাপতি।আর সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায়,কে হচ্ছেন জেলা যুবলীগের সম্পাদক সেটা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।তবে দলীয় নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা ও অন্যান্য দিক বিবেচননা করে সাধারন সম্পাদকের পদটি দেয়া হতে পারে বলে দলীয় নেতাকর্মীদের মাঝে চলছে গুনজন।

এদিকে, সম্মেলনে উদ্বোধন করবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট- ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তা থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের দুইজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, বঙ্গবন্ধুর পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট- ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বন পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের এমপি মো. আমিরুল আলম মিলন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিনসহ যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নের্তৃবৃন্দ বক্তব্য রাখবেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়