Amar Praner Bangladesh

ভাইরাল সালমান খানের ভিডিও

রাখি বন্ধন (ভাইয়ের হাতে রাখি পরানোর উৎসব) উপলক্ষ্যে ইনস্টাগ্রামে ভাইদের নিয়ে পোস্ট করেছেন অর্পিতা খান শর্মা। সেখানে বড় ভাই বলিউড অভিনেতা সালমান খানকে নিয়েও ভিডিও পোস্ট করেছেন।

পোস্টটি দেয়ার একদিন না পেরোতেই ইনস্টাগ্রামে এটি আড়াই লাখেরও বেশি বার দেখা হয়েছে।

ভিডিওতে সালমানের সঙ্গে খেলতে দেখা গেছে অর্পিতার একমাত্র সন্তান আহিলকে। অর্পিতা লিখেছেন, আমিই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান বোন। কারণ আমি তোমার মতো ভাই পেয়েছি। সবদিক দিয়েই তুমি অনেক বিশাল হৃদয়ের অধিকারী। শুধু আমার জন্য এবং অন্য সবার জন্য তুমি যা করেছো তার জন্য ধন্যবাদটা অবশ্যই যথেষ্ট নয়। ভাই তোমাকে অনেক ভালোবাসি এবং সারাজীবন ভালোবেসে যাবো। তোমাকে মিস করি।