নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের ভয়াবহ আগুন পুড়ে গেছে বিক্রমপুরের বাসিন্দা হিরু বেপারীর নুরজাহান, তানহা, মাইসা নামের তিনটি দোকান। সব সম্বল হারিয়ে এখন বাকরুদ্ধ তিনি। এদিকে, তার বোন নুপুর বেগমের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
তিনটি দোকান হারানো হিরু বেপারীর বোন নুপুর বেগম প্রাণের বাংলাদেশকে বলেন, আমার ভাই ১৮ ধরে এখানে তার জীবনের সব অর্জন দিয়ে ব্যবসা করছেন। এখানে আমারও কিছু শেয়ার ছিল। আমার ভাইয়ের ৫০ লাখ টাকার ঋণ হয়েছে। এখন আমরা কি করে বেঁচে থাকবো আল্লাহয় ভালো জানেন। আগুনে পুড়ে আমাদের সব শেষ।
ব্যবসায়ী হিরু বেপারীর সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি হাউ মাউ করে কান্না করছেন। কোনো কথাই বলতে পারছিলেন না এই ব্যবসায়ী।
শনিবার আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস ভোর ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরবর্তীতে একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, আজ (শনিবার) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে।
সকাল ৯টা ১০ মিনিটে সংবাদ সম্মেলনে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এছাড়াও ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভাতে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরাও। আর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা কাজ করছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply